Technology

Technology

Saturday, January 28, 2012

Ebuddy কেনো আপনাকে সব সময় অনলাইনে দেখায়??????????

আমরা মাঝেমাঝে যখন ঘুম থেকে উঠে দেখি Messege(10+) তখন সত্যি অবাক হই ।  পড়ি  দেখি  লেখা আছে যে বন্ধু কার সাথে Chat করতাছো আমাদের বাদ দিয়া । আবার অনেক বন্ধু রাগও করে পেলে ।এটার মানে আজ আপনাকে সারাদিন Online এ দেখাইতাছে ।এটার সমাধানটা জেনে নিন >>>
 Ebuddy তে যখন আপনি log in করেন তখন দেখবেন লেখা আছে Sign in silently & Remember Password এই দুইটাতে টিক চিহ্ন দেওয়া আছে । এই টিক চিহ্ন গুলাই আপনাকে Online এ দেখানোর মূল কারন । সে আপানার Password টা মনে রেখে আপনাকে সারাদিন অনলাইনে এ দেখায় । এই দুইটাতে টিক চিহ্ন টা উঠিয়ে Sign in করবেন । আর প্রথম বার আপনাকে সারাদিন অনলাইনে  এ দেখায়লে আপনি আর এই Software  টা  রাখবেন না এটা Remove করে নতুন আরেকটা  নামাই পেলবেন ।  তারপর আপনাকে আর অনলাইনে এ দেখায়বেনা আর সবচেয়ে ভাল হয় আপনি যদি Nimbuzz  ব্যবহার করেন এটাতে  এ Problem টা হয় না । আর Ebuddy ব্যবহার করলে কখনও Sign in silently & Remember Password এই দুইটাতে টিক চিহ্ন  দিবেননা । 



No comments:

Post a Comment