Technology

Technology

Sunday, January 29, 2012

গুগল কে ব্যবহার করুন বিভিন্ন মাধ্যম হিসেবে

►► খুব দ্রুত খুজে বের করুন এবং ডাউনলোড করুন আপনার কাঙ্ক্ষিত ফাইলটি


সার্চ ইঞ্জিন হিসেবে সবচেয়ে বেশি যে সার্চ ইঞ্জিনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে গুগল জিনিয়াস এর সার্চ ইঞ্জিন।
অনলাইন এ থাকেন আর গুগল কে চেনেন না এমন পারসন খুজে পাওয়া দুষ্কর।

ইন্টারনেট দুনিয়ার ৫০% মানুষ গুগলকে ব্যবহার ব্রাউজার এর হোমপেইজ হিসেবে। আর বাকি ৫০% মানুষ গুগল কে ব্যবহার করে তাদের ইন্টারনেট কানেকশন চেক করার জন্য :)
সে যাই হোক গুগল তো গুগল ই; একে টেক্কা দেয় এমন শ্বশুরের পোলা জন্মাইনি এখনও :D

আমরা সাধারনত গুগলকে শুধু তথ্য খোজার কাজে ব্যবহার করে থাকি তথ্য খোজা ছাড়াও গুগল ইঞ্জিন কে বেশ কিছু প্রয়োজনীয় কাজে ব্যাবহার করা যায়।

অনেক সময় কাঙ্ক্ষিত তথ্য খুজতে বেশ বেগ পেতে হয়। আজকে কিছু গুগল সিক্রেট কী দিবো যেটা দিয়ে আপনি অনায়াসে অনেক মূল্যবান জিনিষ কম সময়ে পেয়ে যাবেন।


► গুগল ক্যালকুলেটরঃ

; গুগলের সার্চ বারকে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন।
গুগলের built-in ক্যালকুলেটর ফাংশন ব্যাবহারের জন্য যোগ, বিয়োগ, গুণ, ভাগের চিন্হগুলো ব্যাবহার করুন (“+,-,/.*”) আপনার প্রযোজনীয় হিসাবের শেষে সমান (=) চিন্হটি লিখুন।

যেমনঃ 2*3=

► গুগলকে অভিধানঃ

; গুগলকে আপনি অভিধান বা ডিস্কোনারী থুক্কু ডিকশনারি হিসেবে ব্যবহার করতে পারেন।

এজন্য প্রয়োজনীয় শব্দের পূর্বে “define:” শব্দটি লিখুন।
লিখবেনঃ define: Technology

► সমার্থক শব্দ খুঁজতেঃ

; আপনি যদি কোন শব্দের প্রতিশব্দের জানতে চান, তবে শব্দটির পূর্বে টিল্ড চিহ্ন (~) লিখুন।

লিখবেন: ~technology

► সিরিয়াল কি খুঁজতেঃ

; ধরুন আপনি জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার সফট ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর সিরিয়াল কি চাচ্ছেন; তাহলে,

লিখুনঃ “Internet download manager” 94FBR লিখে সার্চ দিবেন।
এখানে লক্ষণীয় যে 94FBR হচ্ছে সিরিয়াল কি খোঁজার জন্য গুগল জিনিয়াসের গোপন কি ওয়ার্ড। অবশ্যই কাঙ্ক্ষিত সফট এর নাম “” (ডাবল কোটেশন) এর মধ্যে লিখবেন।

► নির্দিষ্ট সাইট এর ফাইল ডাউনলোডঃ
; ধরুন আপনি মিডিয়ার ফায়ার থেকে কোন মুভির ডাউনলোড লিঙ্ক চাচ্ছেন। তাহলে লিখুনঃ
লিখুনঃ site: www.mediafire.com “Amar Bondhu Rashed”


► পছন্দের অডিও ফাইল খুজতেঃ

; অনেক সময় এমন কিছু গানের প্রয়োজন পরে যেটা খুঁজতে কিনা অনেক বেগ পেতে হয়। সার্চ করতে করতে আপনি নিজেই আর নিজেকে খুজে পাননা।
সেক্ষেত্রে এই কোড আপনাকে কাঙ্ক্ষিত অডিও খুজে দিতে সাহায্য করবে।
লিখুনঃ inurl:(htm|html|php) intitle:”index of” mp3 “Your File name”

এখানে লক্ষণীয় যে “Your File name” এর জায়গায় আপনার পছন্দের গানের নাম লিখুন। আপনি যদি ভিন্ন ফরমেটে গানটি ডাউনলোড করতে চান, তবে mp3 এর স্থানে ফরম্যাটের নাম লিখুন। যেমন wma, wav, ACC ইত্যাদি।

► পছন্দের সফটওয়্যার খুজতেঃ

; অনেক সময় আমাদের এমন কিছু সফট অথবা গেমস এর প্রয়োজন পরতে পারে, যেটা কিনা সব সময় পাওয়া নাও যেতে পারে।
তাই আপনি যদি সফটওয়্যার ডাউনলোড করতে চান অথবা গেমস,তবে এই অনুসন্ধান ট্রিক্সটি ব্যবহার করুন।

লিখুনঃ inurl:(htm|html|php) intitle:”index of” exe “Your Application name”

এখানে লক্ষণীয় যে “Your Application name” এর জায়গায় আপনার কাঙ্ক্ষিত সফট অথবা গেমস এর নাম টি লিখে দিতে হবে। exe এর জায়গায় আপনি .rar অথবা .zip এর ফরম্যাট লিখে দিতে পারেন।


► ই-বুক খুজতেঃ

; আমরা যারা ভার্সিটি তে পড়ি অথবা বিভিন্ন গল্পের বই খুজে বেরাই, তারা চাইলে গুগলের সিক্রেট কি এর মাধ্যমে সঠিক বইয়ের লিঙ্কটি খুজে পাবেন।
আপনার প্রয়োজনীয় সব বই পেতে এই সার্চ কোড টি লিখুন।

লিখুনঃ inurl:(htm|html|php) intitle:”index of” +(“/ebooks”| “/book”) +(chm|pdf|zip) +”Your book name”

এখানে লক্ষণীয় যে ”Your book name” এর জায়গায় আপনার কাঙ্ক্ষিত বই এর নাম টি লিখবেন।

এভাবে সার্চ করলে আপনি ftp server এর Direct লিঙ্ক পেয়ে যাবেন। আপনার সময় এবং এনার্জি দুটাই বেঁচে যাবে। এবার আপনি গুগলিং করে আর হয়রান হবেন না।
শুভ হোক গুগলিং :))

No comments:

Post a Comment