Technology

Technology

Friday, January 20, 2012

মোবাইল থেকে বাংলা লেখা কপি - পেস্ট করা

মোবাইল থেকে বাংলা লেখা কপি - পেস্ট করতে না পারায় অনেক বন্ধু কম্পিউটারের ক্ষমতা চিন্তা করে দুঃখিত হও ,ওইদিন আজ শেষ হবে বন্ধুরা আমার আজকের এই টিউন টি পড়ার পর তুমি খুব সহজেই মোবাইল দিয়ে বাংলা কপি-পেস্ট করতে পারবে , কথা না বাড়িয়ে শুরু
করা যাক ,
# যা লাগবে , >অপেরা মিনি ছয় ব্যাবহার করা যায় এমন একটি হ্যান্ডসেট >অপেরা মিনি ছয় ব্রাউজার > আর আপনার ইচ্ছাশক্তি

# যা যা করতে হবে ,বন্ধুরা অনেকেই জানেন অপেরা... মিনি ছয় ব্যবহার করে কিভাবে বাংলা ফন্ট দেখতে হয় ,তারপর ও বলছি যারা জানেন না তাদের সুবিধার্থে অপেরা মিনি ওপেন করুন ,এড্রেস লিখার জায়গায় www.কেটে লিখুন opera:config গো বাটন প্রেস করুন পরবর্তী পেজটি লোড হওয়ার অপেক্ষা করুন , কিছুক্ষনের মধ্যে নতুন একটি power user setting পেজ আসবে , এই পেজের একদম নিচের দিকে একটা সেটিং হল use bitmap fonts for complex scripts > এটি অফ থাকলে অন করে সেটিং টি সেভ করে বের হয়ে আসুন এবার যে কোন সাইটের বাংলা কনটেন্ট গুলো আপনার জন্য উন্মুক্ত।

******এবার মূল কাজ আপনার যদি কোন বাংলা আর্টিকেল মোবাইল থেকে কপি পেস্ট এর প্রয়োজন অনুভব করেন তবে , এই ধাপ গুলো অনুসরণ করুন

>>ধাপ ক : যে লেখাটি কপি করতে চান ,
তার পেজটি একটি নতুন ট্যাবে খুলুন ।
>>ধাপ খ : এবার আরেকটি ট্যাবে গিয়ে অপেরা থেকে বাংলা দেখার
সেটিং টি বন্ধ / অফ করুন ।
>>ধাপ গ : ফিরে আসুন আপনার কপি করার জন্য রাখা আর্টিকেল ট্যাবটি তে ।
>>ধাপ ঘ : এবার #(হ্যাশ) ও 0 (শুন্য) চেপে আপনার ব্রাউজার রিফ্রেস করুন , কি ভয় পেয়ে গেলেন ? ভয়ের কিছু নেই লেখাগুলো আপনার কপি করা সুবিধার্থে এমন হয়েছে ধাপ
>>ধাপ ঙ : এবার আপনি যেখান থেকে কপি করতে চান , অপেরার পয়েন্টার টিকে ওখানে রাখুন এবং 1 বাটন প্রেস করুন কপি মোড চালু করে যতটুকু কপি করতে চান ততটুকু সিলেক্ট
করে কপি করুন ব্যাস আপনার কাজ শেষ ..কাজ শেষে আবার বাংলা দেখার জন্য
সেটিং টি রি-সেট করুন

No comments:

Post a Comment