Technology

Technology

Thursday, January 5, 2012

ফায়ারফক্সের স্পীড বাড়ানোর ১০০% কার্যকরী উপায়

এই টিপসটি শুধু মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য ।একবার ধৈর্য নিয়ে কাজটি সম্পাদন করলে ব্রাউজারের পারফরম্যান্স আগের চেয়ে অনেক ভালো হবে । এজন্য প্রথমে এড্রেসবারে about:config লিখে এন্টার করুন, এখন ফায়ারফক্স কনফিগারে মেনু পাবেন।এখন এখানে দেখুন কিভাবে কি করবেন- 
  • এখন network.http.pipelining এর মান true দিন (Preference এর উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলেই false থেকে true হবে)
  • একই ভাবে network.http.proxy.pipelining, network.dns.disableIPv6 এবং plugin.expose_full_path এর মান true নির্ধারণ করুন।
  • এছাড়াও network.http.pipelining.maxrequests এর মান ৪ এর পরিবর্তে ৮ দিন।
  • এবার nglayout.initialpaint.delay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০। Preference তৈরী করতে মাউসের ডান বাটন ক্লিক করে New এ ক্লিক করুন এবং ডান থেকে String/integer/boolean নির্বাচন করুন, এরপরে Preference এর নাম লিখে Ok করুন এবং পরবর্তি উইন্ডোতে ভ্যালু লিখে বা নির্বাচন করে Ok করুন।
  • একই ভাবে content.notify.backoffcount নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ৫,
  • ui.submenuDelay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০,
  • content.max.tokenizing.time নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 2250000,
  • content.notify.interval নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 750000,
  • browser.cache.memory.capacity নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 65536|
এবার content.interrupt.parsing এবং content.notify.ontimer নামে নতুন বুলিয়েন Preference তৈরী করুন এবং মান true দিন
 

No comments:

Post a Comment