Technology

Technology

Saturday, January 21, 2012

মোবাইল দিয়ে ফেসবুকের বন্ধুদের ট্যাগ করার উপায়

আজ আপনাদেরকেকরা মোবাইল দিয়ে ফেসবুকে আপনার বন্ধুদের ৩টি উপায়ে ট্যাগ  করার উপায় দেখাব।
১ম পদ্ধতি:
(ক)এই পদ্ধতিটার সাথে অনেকেই হয়তো পরিচিত।এই পদ্ধতিটা খুবই সহজ।এই উপায়ে ট্যাগ করতে হলে আপনি যাকে ট্যাগ করতে চান ১মে তার প্রফাইলে ঢুকুন।এবার তার প্রফাইল থেকে মেসেজ অপশনে ক্লিক করুন।এবার এই পেজ এর এড্রেস বের করুন।ওপেরা মিনি থেকে এড্রেস বের করতে MENU>TOOLS>PAGE INFORMATION এ গেলেই এই পেজ এর এড্রেস পেয়ে যাবেন
অথবা MENU>ENTER ADDRESS এ গেলেই এড্রেসটা পেয়ে যাবেন।আর UC BROWSER থেকে পেজ এর এড্রেস বের করতে চাইলে 1 এর পর 5 প্রেস করলেই পেজ এর ঠিকানা পেয়ে যাবেন।
এড্রেসটা হবে এরকম http://m.facebook.com/messages/compose/?ids=100000801151277&canceluri=http%3A%2F%2Fm.facebook.com%2Fprofile.php%3Fid%3D100000801151277%26refid%3D5%26m_sess%3DsoC2uwiE-ZOzTFKsm&refid=17&m_sess=soC2uwiE-ZOzTFKsm
এখান থেকে তার আইডি বের করতে হবে।লক্ষ্য করুন /?ids=100000801151277&canceluri=http%3A% এই লাইনের
?ids= এর পর এবং & এর আগে যে ১৫ সংখ্যার একটা নাম্বার আছে সেটাই হচ্ছে তার আইডি নাম্বার।
আর যে কোন ফেসবুক ফ্যান পেজ এর আইডি নাম্বার বের করতে চাইলে নিচের ছবির মত 627 LIKE THIS এ ক্লিক করলে যে পেজ আসবে তার এড্রেস থেকে পেজ এর আইডি বের করুন
(খ)এবার যদি আপনার কোন বন্ধুকে আপনার কোন পোষ্ট অথবা কমেন্টে ট্যাগ ম্যানশন করতে চান তাহলে উপরের ক তে দেয়া নিয়মে আপনার বন্ধুর আইডি নাম্বার বের করে এইভাবে লিখবেন @[id number:]
id number এর জায়গায় আপনার বন্ধুর আইডি নাম্বার দিবেন।example: @[100000801151277:]
সতর্কতা : @এর পর এবং ] এর আগে কোন জায়গাতেই স্পেস দিবেন না।স্পেস দিলে ট্যাগ হবে না।
২য় পদ্ধতি:
এই পদ্ধতিটা ১ম পদ্ধতির মতই। তবে ১ম পদ্ধতিতে ট্যাগ করলে আপনার বন্ধুর পুরো নাম ট্যাগ হবে।আর এই পদ্ধতিতে আপনি আপনার বন্ধুর নামের যে কোন অংশ ট্যাগ করতে পারবেন।
এই পদ্ধতির ফরমেটটা হইতাছে @[ID NUMBER:নামের যে কোন অংশ]
ID NUMBER বের করতে ১ম পদ্ধতির (ক) অংশ দেখুন।
একটা উদাহরণ দেই এই পদ্ধতিতে ট্যাগ করার @[100000801151277:Ikbal]
এভাবে নামের যে কোন অংশই : এর পর বসিয়ে ট্যাগ করতে পারবেন।
সর্তকতা : ১ম পদ্ধতির মত এখানে ও কোন স্পেস দেয়া যাবে না।আরো একটা ব্যাপার এখানে : এর পর নামের যে অংশ লিখবেন সেটা যেভাবে থাকবে ঠিক সেভাবেই লিখবেন।১ম অক্ষর যদি বড় হাতের থাকে তাহলে বড় হাতেই লিখবেন।মোট কথা নামটি যেভাবেই থাকবে হুবুহু সেটাই লিখবেন।


৩য় পদ্ধতি :
এটি সবচেয়ে মজার পদ্ধতি।এর দ্বারা আপনি যে কোন কিছু লিখে আপনার বন্ধুকে ট্যাগ করতে পারবেন।
এই পদ্ধতির ফরমেট হচ্ছে @@[0:[ID NUMBER:0: YOUR TEXT HERE ]]
উদাহরণ: @@[0:[100000801151277:0: কেমন আছেন ]]
এখানে :0: এর পর যে কোন কিছু লিখে আপনি আপনার বন্ধুকে ট্যাগ করতে পারেন।
সর্তকতা : @@এর পর থেকে :0: এর আগ পর্যন্ত কোন স্পেস দিবেন না।
               >>>>>>>>>>IKBAL<<<<<<<<<<<

No comments:

Post a Comment